সুইডেন ক্রিকেট কোচ জন্টি

সুইডেন ক্রিকেট টিমের দায়িত্ব নিতে চলেছেন বিশ্বের সর্বকালের সেরা ফিল্ডার প্রাক্তন সাউথ আফ্রিকান ক্রিকেটার জন্টি রোডস।

পাঞ্জাব কিংসের ফিল্ডিং কোচ জন্টি রোডস


বর্তমানে আইপিলের পাঞ্জাব কিংস দলের ফিল্ডিং কোচ জন্টি রোডস আইপিএল শেষ হলেই নভেম্বরে স্বপরিবারে সুইডেনে পাড়ি দেবেন। ইতিমধ্যেই তার থাকার জন্য ডকুমেন্টেসান সম্পন্ন হয়েছে।


সুইডেনে ইতিমধ্যে ক্রিকেট খেলা নিয়ে যথেষ্ট আগ্রহী সুইডিশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারা দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেট সংস্থাকে নিয়ে পুরুষ এবং মহিলাদের মধ্যে ক্রিকেটকে ছড়িয়ে দিতে উদ্যোগী । এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে সুইডিশ ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন তারা সর্বস্তরে ক্রিকেট প্রসারিত করতে বিভিন্ন রকম পরিকল্পনা ইতিমধ্যেই নিয়েছেন এবং জন্টি রোডসের মত ক্রিকেটারকে কোচ হিসাবে পাওয়ায় প্রচুর ইউং ছেলে মেয়েরা ক্রিকেট খেলতে উৎসাহী হবে।
জন্টি রোডস নিজেও এক ওয়েবসাইট সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি নিজেও খুব খুশি সুইডেন ক্রিকেট কোচ হতে পেরে এবং সঠিক সময়ে স্বপরিবারে সুইডেনে থেকে এক নতুন পরিবেশে ক্রিকেট নিয়ে কাজ করার সুযোগ পেয়ে। তিনি নিজেও খুব আশাবাদী সুইডেন ক্রিকেট নিয়ে এবং সুইডেন ক্রিকেটের উন্নতির স্বার্থে নিজের একশো শতাংশ দেবেন।

Published by Kolkata Club Cricket

Cricket news and informations from every corner

2 thoughts on “সুইডেন ক্রিকেট কোচ জন্টি

Leave a reply to Sawapan Cancel reply

Design a site like this with WordPress.com
Get started