
টি -২০ ইতিহাসে এই প্রথম একটি ম্যাচের দুই ইনিংসেই শূন্য করে প্রথম “গোল্ডেন ডাক” (টেস্ট ক্রিকেটে কোনো ব্যাটসম্যান দুই ইনিংসে শূন্য রানে আউট হলে গোল্ডেন ডাক বলা হয়) করলেন পাঞ্জাব কিংস ইলেভেন এর বাঁহাতি ব্যাটসম্যান ওয়েস্টিন্ডিজজাত নিকোলাস পুরান।
গতকাল আইপিএলের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ইলেভেন। উত্তেজনা পূর্ণ ম্যাচে সুপার ওভারে দিল্লি ক্যাপিটাল পাঞ্জাব কিংসকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে দিল্লি নির্ধারিত ২০ ওভারে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ৩৯(৩২বল) , পন্থের ৩১(২৮ বল) এবং স্টইনিসের মাত্র ২১ বলে ৫৩ রানের ওপর ভর করে ৮ উইকেটে ১৫৭ রানের জবাবে পাঞ্জাব ভারতীয় তারকা ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়ালের ৬০ বলে ৮৯ রানের ইনিংসের সাহায্যে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রানে শেষ হয়। শেষ ওভারে পাঞ্জাবের জেতার জন্য ১৩ রানের দরকার থাকলে স্টইনিশের প্রথম বলে ছক্কা এবং তারপরের দুই বলে দুরান এবং চার মারলেও চতুর্থ বলে মায়াঙ্ক আউটের পর শেষ দু বলে এক রান করে ব্যর্থ হয় পাঞ্জাব। কিংসের শামি প্রথম ম্যাচেই আইপিএলে তার সেরা বোলিং করেন ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট দখল করেন।

নিকোলাস পুরান পাঞ্জাবের প্রথম ইনিংসে তিন বল খেলে শূন্য রানে আশ্বিনের বলে বোল্ড হন এবং সুপার ওভারে প্রথম বলেই কাগিসো রাবাডার ইয়র্কারে শূন্য রানে বোল্ড হোন। সুপার ওভারে পাঞ্জাব প্রথমে ব্যাট করে রাবাডার বোলিং এর সামনে মাত্র দু রান করলে জেতার জন্য সুপার ওভারে তিন রানের লক্ষ্য মাত্রা দিল্লি সহজেই অতিক্রম করে প্রথম ম্যাচে জয় লাভ করে ।
আইপিএলের ইতিহাসে সুপার ওভারে পাঞ্জাবের গতকাল করা ২ রান সুপার ওভারের সর্বনিম্ন স্কোর এর আগে সুপার ওভারে সর্ব নিম্ন স্কোর ছিল ৬ রান। ২০১৫ সালে পাঞ্জাবের বিরুদ্ধে রাজস্থান রয়্যালের এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুজরাট লাইন্সের ২০১৭ আইপিএলে।