লিডিং ফ্রম দ্যা ফ্রন্ট

২০২০ আইপিএল উদ্বোধনী ম্যাচে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি

আবারও অসাধ্য সাধন করে দেখালেন সৌরভ গাঙ্গুলি আসলে কঠিন চ্যালেঞ্জের মুখে বরাবরই তার সেরাটা বেরিয়ে আসে এটা নতুন কিছুই নয়। ২০ শে জুন ১৯৯৬ সালে ২৪ বছরের ছিপছিপে বাঙালি যুবক সৌরভের ইংল্যান্ডের লর্ডসের মাঠে টেস্ট যাত্রার শুরুর আগে কেউ ভাবতেই পারেন নি তিনি শুরুতেই অনবদ্য সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে তাক লাগানো অভিষেক থেকেই তিনি কঠিন পরিস্থিতির মোকাবিলা করে অসাধ্য সাধন করে এসেছেন।

বহু বাঁধা পেরিয়েও শুরু হলো আইপিএল ২০২০ বোর্ড সভাপতি সৌরভের নেতৃত্বে


ম্যাচ ফিক্সিং ঘটনাকে কেন্দ্র করে যখন ভারতীয় ক্রিকেটের টলমল অবস্থা সেই রকম এক কঠিন পরিস্থিতে ২০০০ সালে সচিন তেন্ডুলকর নেতৃত্ব থেকে সড়ে দাঁড়ানোর পর সৌরভের কাঁধে দয়িত্ব পরে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার। দিশা হারা ভারতীয় দলকে একসূত্রে গাঁথা ছিল যতটাই কঠিন ততটাই অসাধ্য কিন্তু সৌরভ গাঙ্গুলি আবারও সেই চ্যালেঞ্জে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণে পুরো দলকে একসূত্রে বেঁধে ভারতীয় দলকে রূপান্তরিত করেছিলেন ক্রিকেট বিশ্বের শক্তিশালী দল হিসাবে করেছিলেন সেই অসাধ্য সাধন দুর্ভাগ্য বশত ২০০৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হলেও সারা বিশ্বকাপে ভারতীয় দল তার নেতৃত্বে যেই ক্রিকেট উপহার দিয়েছিল তা অবশ্যই ভারতীয় ক্রিকেটের ইতিহাসের গৌরবময় অধ্যায়। এছাড়াও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জয় থেকে ইংল্যান্ডে ন্যাট ওয়েস্ট ট্রফি জয় ভারতীয় ক্রিকেটের সোনালী ইতিহাস। এছাড়াও নিজের ক্রিকেট ক্যারিয়ারে আরো ঐতিহাসিক জয়ের নেতৃত্বে তিনি ছিলেন।
ক্রিকেট সৌরভ গাঙ্গুলির পর ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা ‘ বিসিসিআই ‘ এর সভাপতি হয়ে করোনা মহামারীর দাপটে প্রায় থমকে যাওয়া পৃথিবীতে আইপিএলের মত বিশ্বে সবচেয়ে বড়ো প্রিমিয়ার লীগ আয়োজন ছিল কঠিন চ্যালেঞ্জের কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট জীবনের প্রথমদিন দিন থেকেই যিনি কঠিন প্রতিকূল পরিস্থিতির মুখে সামনে থেকে এই রকম বহু প্রতিকূলতাকে উপেক্ষা করে জয় এনে দিয়েছেন দেশকে তিনি যে এইবারও সফল হবেন সেটাই কাম্য ছিল। গতকাল দুবাইয়ের আবুধাবিতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে সু সংঘঠিত আয়োজনের মধ্যেই শুরু হলো ১৩তম আইপিএলের যাত্রা। উপভোগ্য প্রথম ম্যাচেই ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিতে সফল আইপিএল। আশা করা যায় কঠিন এই পরিস্থিতির মধ্যেও সুষ্ঠ ভাবে উপভোগ্য এই প্রতিযোগিতা সম্পন্ন হবে।

Published by Kolkata Club Cricket

Cricket news and informations from every corner

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started