মুম্বাই চেন্নাই মুখোমুখি রেকর্ড

দুই অধিনায়ক মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা এবং চেন্নাই সুপার কিংয়ের মহেন্দ্র সিং ধোনি

আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এবং ধনী টি – ২০ ক্রিকেট প্রতিযোগিতা আইপিএল। আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল গতবারের চ্যাম্পিয়ন টিম মুম্বাই ইন্ডিয়ানস এবং রানার্স টিম চেন্নাই সুপার কিং।
২০১৯ সালে আইপিএল ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র এক রানে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাইকে পরাস্ত করে আইপিএল জয় করে।
এখনো পর্যন্ত আইপিএল ইতিহাসে মুম্বাই এবং চেন্নাইয়ের ২৮ বার সাক্ষাতে মুম্বাইয়ের পাল্লা ভারী। তারা ১৭ বার চেন্নাইকে পরাস্ত করলেও ১১ বার পরাজিত হয়। মুম্বাই এবং চেন্নাই দুই দল অবলুপ্ত চ্যাম্পিয়ন্স লীগ টি -২০ ট্রফি দুবার করে জয়লাভ করে। চেন্নাই এবং মুম্বাই দুই দলই আইপিএল ফাইনালে ৪ বার করে খেলেছে।
২০১৪ সালে দুবাইতে আইপিএলের আসরে মুম্বাই এবং চেন্নাই এর আগে একবার মুখোমুখি হয়েছে সেই সাক্ষাৎকারে চেন্নাইয়ের ব্র্যান্ডন ম্যাকুলামের অপরাজিত ৭১ রান এবং মোহিত শর্মার বল হাতে ৪ উইকেটের সাহায্যে চেন্নাই ৭ উইকেটে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মার অর্ধশত রান করার সত্বেও পরাস্ত করে।

দুই দলের অভিজ্ঞ টি -২০ ক্রিকেটার চেন্নাইয়ের ডুয়েন ব্রাভো এবং মুম্বাইয়ের কাইরন পোলার্ড


এই দুই দলের অভিজ্ঞ এবং টি -২০ স্পেশালিস্ট ক্যারিবিয়ান ক্রিকেটার মুম্বাইয়ের কাইরন পোলার্ড এবং চেন্নাইয়ের ডুয়েন ব্রাভো বিপক্ষ দলের মাথা ব্যথার কারণ হতে পারে।
মুম্বাইয়ের কাইরন পোলার্ড মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে ব্যাট হাতে ১৬৭.৫৪ স্ট্রাইক রেট এবং ৩৪.৫৩ গড়ে ৪৪৯ রান এবং বল হাতে ১২ উইকেট তার ঝুলিতে আছে। অপরদিকে চেন্নাইয়ের ব্রাভো ১৪.৪ স্ট্রাইক রেট এবং ১৯.২৫ গড়ে মুম্বাইয়ের বিরুদ্ধে ২৮ টি উইকেটর সাথে ব্যাট হাতে ২৮৯ রান করেছেন।

Published by Kolkata Club Cricket

Cricket news and informations from every corner

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started