
আইপিএলে বাংলার ঋদ্ধিমান, শ্রীবৎস, ঈশান,সায়ন, শাহবাজরা বিভিন্ন দল পেলেও এবারের নিলামে মনোজ তিওয়ারির মতো আইপিএলে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করা মনোজ তিওয়ারিকে নিলামে কোনো দল না পাওয়াটা বাংলার ক্রিকেট প্রেমীদের যথেষ্ট হতাশ করেছিল ।

মনোজের মতো অভিজ্ঞ এবং ভারতীয় ঘরোয়া ক্রিকেট বছরের পর বছর ধারাবাহিক ভাবে রান করে আসা এবং আইপিএলে প্রায় তিরিশের কাছাকাছি গড়ে ১৬৯৫ রানের মালিকের অবিক্রীত রয়ে যাওয়া অবশ্যই বাংলার ক্রিকেট মহলে হতাশার যদিও আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয় দলের হয়ে ওয়েষ্টিন্ডিজের বিরুদ্ধে ১০৪* করার পর চোট পান তার পর কাম ব্যাক করেন শ্রীলঙ্কা সফরে এবং দুটি ম্যাচে ২১ ও ৬৫ রান করেন । ভারতীয় দলের হয়ে মনোজের ক্যারিয়ারে চোট সবচেয়ে বড়ো অভিশাপ ।
২oo৮ সালের আইপিএলে মনোজের অভিষেকের পর ২০১৮ সাল পর্যন্ত দিল্লি ক্যাপিটাল, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং রাইসিং পুনে জয়েন্ট দলের হয়ে আইপিএলে ৯৮টি ম্যাচে ২৮.৭২ গড়ে ১৬৯৫ রান করেছেন।

চেন্নাইয়ের সুরেশ রায়না দুবাই থেকে চলে আসার পর এটা নিশ্চিত এবারের আইপিএলে তিনি আর খেলবেন না তার মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যান এবং দলের প্রয়োজনে স্পিন বোলিংটাও করতে পারতেন তার স্থলাভিসিক্ত হাওয়ার জন্য সবচেয়ে যোগ্য হতে পারতেন বাংলার মনোজ তিওয়ারি। মনোজের ব্যাটিং এর সাথে দরকারে দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটে প্রয়োজনে মনোজের স্পিন বোলিং টাও দলের কাজে লাগানো যেত। বর্তমানে সবদিক থেকে বিচার করলে সুরেশ রায়নার পরিবর্ত হিসাবে মনোজ তিওয়ারি সবার চেয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে এটা বোঝার জন্য রকেট সাইন্স লাগে না বলেই আমাদের মনে হয়। আমরা কেসিসির প্রত্যেকেই আশা করে ছিলাম একশো শতাংশ যোগ্য হিসাবেই মনোজ তিওয়ারি আইপিএলে ফিরে আসবে।