
১২ বছর আগে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী ক্রিকেট লীগ শুরু হওয়ার উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ব্র্যান্ডন ম্যাকুলাম রয়েল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র ৭৩ বলে ১৫৮ রানের নির্মম ইনিংস ক্রিকেট বিশ্বকে বুঝিয়ে দিয়েছিলেন আইপিএলের মানদন্ড আগামীদিনে কি হতে চলেছে। সেই বার কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন না হতে পারলেও ২০১২ এবং ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স আইপিএল জয় করে।
২০২০ সালে কেকেআর ক্রিকেটার ম্যাকুল্যাম নয় কোচ ম্যাকুলামের অধীনে আইপিএল ট্রফির অন্যতম সম্ভাব্য দাবিদার হিসাবেই শুরু করবে তাই এবার কেকেআরের ক্রিকেটারদের মেজাজ বাইশ গজে তুলনামূলক ভাবে অনেক বেশি আক্রমণাত্বক থাকবে আশা করাই যায়।
প্রাথমিক ভাবে কেকেআর টিম ম্যানেজমেন্টকে সঠিক ভারতীয় ক্রিকেটারদের বেছে নিতে হবে যদিও এই ব্যাপারে কেকেআর টিমে শুভনাম গিল এবং নীতিশ রানার মতো প্রতিশ্রুতিমান এবং বড়ো মঞ্চে মেলে ধরার মতো ক্রিকেটার আছে এর সাথে এই বার যোগ হয়েছে মুম্বাই এর মত ভারতীয় ঘরোয়া ক্রিকেটের শক্তিশালী দলের হয়ে ধারাবাহিক ভাবে পারফর্মার অল রাউন্ডার সিধেশ লাড। গত চার বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলে থাকলেও তিনি একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পান তাই এবার কেকেআরের হয়ে আইপিএলে পারফর্ম করতে মুখিয়ে থাকবেন।

অধিনায়ক দীনেশ কার্তিক আইপিএলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার তাকে দলের ব্যাটিং বিভাগে প্রয়োজনে শিট অ্যাংকর এবং ফিনিশার দ্বৈত ভূমিকা পালন করতে হবে সাথে উইকেট পেছন থেকে দলকে যে কোনো পরিস্থিতে দলকে চাঙ্গা রাখার দ্বায়িত্ব নিতে হবে।

কেকেআরের পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন আইসিসি টেস্ট রাঙ্কিং এ একনম্বর থাকা অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এই আইপিএলে সবচেয়ে চর্চিত এবং দামী খেলোয়াড়। ১৫.৫ কোটি টাকায় কেকেআর কামিন্সকে নিলামে কেনে। দিল্লি ডেযার ডেভিলস এর হয়ে ২০১৭ সালে ১২টি ম্যাচে ১৫ টি উইকেট পেলেও পরের সিজনে চোটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারেন নি কিন্তু টি – ২০ ক্রিকেটে ১৭.৩ স্ট্রাইক রেট এবং ৬.৭৮ ইকোনমি রেটে বল করা কামিন্স এবারের আইপিএলে কেকেআরের ম্যাচ উইনার দের অন্যতম বলের গতির সাথে ব্যাট হতেও লোয়ার অর্ডারে ঝড়ো ইনিংস খেলায় পারদর্শী কামিন্স। এছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণা, সন্দীপ ওয়ারিয়র, শিভাম মাভি এবং নাগরকোটি ( চোট মুক্ত হয়ে দুই মরশুম পর ফিরছেন)এর মত তরুণ বোলাররা তাদের পেস এবং সুইং এর সংমিশ্রণে যে কোনো ব্যাটসম্যানকে পরাস্ত করতে পারেন।
কেকেআর টিম কয়েকটা আশ্চর্য্যজনক নির্বাচিত ক্রিকেটার দলে নিয়েছেন এবং আগেরবারের প্লেয়াড় রিটেন করেছে। যেমন রিংকু সিং কেকেআরের হয়ে ৯টি ম্যাচে মাত্র ৬৬ রান করলেও তাকে টিমে রেখেছে। তামিলনাড়ুর রহস্যজনক স্পিনার বরুণ চক্রবর্তী যার ২০১৯ সালে পাঞ্জাব কিংসের হয়ে আঙ্গুলে চোট পাওয়ার আগে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল। এই ম্যাচে ৩ ওভারে ৩৫ রানে ১টি উইকেট পান বরুণ তাকে অবাক করা ৪কোটি টাকা দিয়ে কেকেআর নিলামে কেনে।
স্পিন বোলিং বিভাগে কেকেআর যথেষ্ট অভিজ্ঞ দল যেহেতু এবারের আইপিএল দুবাইতে হবে তাই এখনকার উইকেটে স্পিন বোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যাবে এই বিভাগে বহস্য ময় স্পিনার অভিজ্ঞ সুনীল নারিন স্পিন বিভাগের স্তম্ভ এছাড়াও ভারতীয় দলের সদস্য কুলদীপ যাদব এবং বর্ষীয়ান প্রবীণ তাম্বে দলে আছেন। প্রবীণ তাম্বে সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দারুন ছন্দে আঁটোসাঁটো বোলিং করে আত্মবিশ্বাসের সাথে আইপিএলে নামতে চলেছে।
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ইয়ান মর্গানকে কেকেআর দলের মিডিল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। বাঁহাতি এই ব্যাটসম্যান ৬ বছর পর কেকেআর দলে ফিরে আসা মর্গান কিন্তু অতীতের তুলনায় এখন অনেকবেশি ধারাবাহিক এবং আক্রমণাত্বক।
চারজন বিদেশিদের মধ্যে কেকেআর দলের প্রথম একাদশে কামিন্স আর মর্গান কার্যত নিয়মিত ।

বাকি দুই বিদেশি কেকেআরের প্রথম একাদশে থাকবেন ২০১১ সালে আইপিএলে অভিষেককারি এবং দুবার চ্যাম্পিয়ন দলের সদস্য রহস্যময় স্পিনার সুনীল নারিন। নারিন গত কয়েক মরশুমে ব্যাটসম্যান হিসেবে নিজেকে গড়ে তুলেছেন এবং তার আক্রমণাত্বক ব্যাটিং দক্ষতা কেকেআরের বাড়তি সুবিধা। পাওয়ার প্লে তে নারিনের একটা ঝড়ো ইনিংস ম্যাচে কেকেআরের অ্যাডভান্টেজ পজিশন রেখে দিতে পারে। নারিন আর শুভনাম গিলের ওপেনিং জুটি দলের ভারসাম্য বাড়িয়েছে। এছাড়াও প্রয়োজনে রিজার্ভ বেঞ্চের প্যাডেল স্কুপ মাস্টার টম বন্টম ভালো অপশন হতেই পারে।
প্রথম একাদশে আর এক বিদেশি ব্যাট হতে বাইশ গজে তান্ডবকারি আন্দ্রে রাসেল। ১৮৬.৪১ স্ট্রাইক রেটে ব্যাটিং করা রাসেল কেকেআরের হয়ে চার মরশুমে ৯৭টি ছক্কা এবং ১২২টি চার মেরেছেন। রাসেল যেকোনো পরিস্থিতিতে নিজের দিনে ব্যাটিং তাণ্ডবে ম্যাচের রং পাল্টে দিতে পারে। কেকেআর টিমের ‘ এক্স’ ফ্যাক্টর হলেন রাসেল। এই আইপিএলে যদি চোট মুক্ত হয়ে ১৪০ গতিতে বলটাও করতে পারেন তাহলে এইবারে নাইটদের আইপিএল রাইড অনেকদূর যাবে। দুই ক্যারিবিয়ান ক্রিকেটার নারিন এবং রাসেল কেকেআর টিমের হৃদযন্ত্র।
২০২০ আইপিএলে কেকেআর স্কোয়াড – দীনেশ কার্তিক ( অধিনায়ক), আন্দ্রে রাসেল, নাগরকোটি, সুনীল নারিন, প্যাট কামিন্স, ইয়ান মর্গান, কুলদীপ যাদব, প্রবীণ তাম্বে, নীতিশ রানা, শুভ্নাম গিল, প্রসিদ্ধ কৃষ্ণা, শিভাম মাভী, সন্দীপ ওয়াড়িয়র, রিংকু সিংহ, রাহুল ত্রিপাঠী, বরুণ চক্রবর্তী, লকি ফ্রাগুরসন, টম বন্টন, নিখিল নায়েক, আলি খান, এম. সিদ্ধার্থ।