
১৯৯৪ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচ বব উলমার এবং অধিনায়ক হ্যান্সি ক্রনিয়া থাকাকালীন দক্ষিণ আফ্রিকা দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ ছিলেন প্যাডি আপটন। এরপর ২০০৮ সালে গ্যারি কার্স্টেন ভারতীয় কোচ থাকাকালীন তিনি প্যাডি আপটনকে মেন্টাল কন্ডিশনিং এবং স্ট্রাটিজিক লিডারশিপ কোচ হিসেবে ভারতীয় দলের যুক্ত করেন।
২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পাঁচটি বিভিন্ন দলের হয়ে ১২টি পেশাদার টি -২০ প্রতিযোগিতায় তিনি মুখ্য কোচের ভূমিকা পালন করেন।
আইপিএলে পুনে ওয়ারিয়র্স , রাজস্থান রয়েলস, দিল্লি ডেয়ার ডেভিলস মতো দলে কোচের দায়িত্ব পালন করেন।
সমস্ত তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্য বিজপন্ডিত চ্যানেলে তিনি যা বলেলেন ভিডিও তে দেখুন