
আসন্ন আইপিএলে বাংলার ক্রিকেট প্রেমীদের প্রিয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি কাছে এই করোনা মহামারীর সত্বেও সুসংঘটিত ভাবে সম্পন্ন করা এক কঠিন চ্যালেঞ্জ যদিও অতীতে নিজের ক্রিকেট ক্যারিয়ারে বহু প্রতিকূলতাকে কাটিয়ে উঠে সেই চ্যালেঞ্জ জিতেছেন তাতে এবারেও তিনি এই চ্যালেঞ্জ অতিক্রম করবেন আশা করা যায় ।

বাংলার তরুণ এক ঝাঁক ক্রিকেটারদের কাছেও এবার চ্যালেঞ্জ এবারের আইপিএল । তরুণ ঈশান পড়েল, শাহবাজ আহমেদ, সায়ন ঘোষ এবং বিশ্ব সেরা ভারতীয় টেস্ট দলের উইকেট কিপার ঋদ্ধিমান সাহা , আইপিএল খেলার অভিজ্ঞতা সম্পন্ন শ্রীবৎস গোস্বামীরাও প্রস্তুতির তুঙ্গে আইপিএলে নিজেদের সেরাটা দিয়ে জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে।
এবারে আইপিএলে যেমন বাংলার ঈশান পড়েল , শাহবাজ আহমেদের অভিষেকের উজ্জল সম্ভাবনা আছে তেমনি লাসিথ মালিঙ্গা ঘরানার বোলার সায়ান ঘোষ গত দুই আইপিএলের তুলনায় পাঞ্জাব কিংসের নেটে দুরন্ত বল করে অধিনায়ক কে. এল. রাহুল সহ টিম ম্যানেজমেন্টর নজর করেছেন। কে. এল.রাহুলের সায়নের বোলিং এত পছন্দ হয়েছে তিনি নেটে ব্যাট করতে গেলেই সায়নকে বল করতে বলেন।

এছাড়াও বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর এই প্রথম স্টার স্পোর্টসে আইপিএলের সম্প্রচারের বাংলা ধারাবিবরণী দিতে দেখা যাবে ভারতীয় তথা বাংলার প্রাক্তন ক্রিকেট তারকা বর্তমান রাজ্যের মন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা। এই প্রথম তিনি ধারাবিবরণী দেবেন সঙ্গে থাকবেন প্রাক্তন ভারতীয় দলের খেলোয়াড় এবং বাংলার তারকা খেলোয়াড় শরদিন্দু মুখার্জি এবং মনোজ তিওয়ারি। এছাড়াও আরো এক প্রাক্তন টেস্ট ক্রিকেটার এবং বাংলার তারকা ক্রিকেটার দীপ দাসগুপ্ত দুবাই থেকে সরাসরি স্টারস্পোর্টসের ধারাবিবরণী দেবেন এবং আইপিএল নিয়ে নানা রকম পর্যালোচনা করবেন। দীপ দাসগুপ্ত বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট ধারাভাষ্যকার দের অন্যতম।
আগামী ১৬ই সেপ্টেম্বর ২০২০ সন্ধ্যা ৭টায় দুবাই থেকে সরাসরি আইপিএলের হালহকিকত নিয়ে ” কলকাতা ক্লাব ক্রিকেটের ” লাইভ অনুষ্ঠানে হাজির থাকবেন সঙ্গে বাংলার প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান নির্বাচক শুভময় দাসকে নিয়ে।