
১৯৮৯ ইংল্যান্ডে ৪-০ ব্যবধানে ১৯৯০-৯১ সালে অস্ট্রেলিয়াতে ৩-০ ব্যাবধানে সিরিজে পরাস্ত করার পর ইংল্যান্ডের মাটিতেই ৪-০ ব্যাবধানে হারিয়ে অ্যালান বর্ডারের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া টিম পর পর তিন বার অ্যাসেজ সিরিজ জয় লাভ করে তার মধ্যে দুবার ইংল্যান্ডের মাটিতে হারান।
১৯৯৩ এর অ্যাসেজ শুরুর আগে ইংল্যান্ড টিম মরিয়া ছিল যেকোনো মূল্যে তারা অ্যাসেজ উদ্ধার করতে কিন্তু তৎকালীন এক ২৩ বছরের মাত্র ১২টি টেস্ট খেলা( এই সিরিজের আগে ১৯৯২ সালে সিডনি তে ভারতীয় দলের বিরুদ্ধে টেস্ট অভিশকেকারি শ্যেন ওয়ার্ন ১২ টি টেস্ট খেলেছিলেন) অনভিজ্ঞ লেগ স্পিনার শ্যেন ওয়ার্ন। ৬টি টেস্টে ৩৪ উইকেট নিয়ে ধরাশায়ী করেছিলেন ইংল্যান্ডকে। এই সিরিজেই ওয়ার্নের হাত থেকে বেরিয়ে এসেছিল ‘ শতাব্দীর সেরা বল ‘ ।

১৯৯৩ এই সিরিজ শুরু হওয়ার আগে অধিনায়ক বর্ডার শ্যেন ওয়ার্ণের বোলিং এর দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। ইয়াং ওয়ার্নের ওপর প্রবল আস্থা ছিল ইংল্যান্ড দল যাতে কোনো ভাবে ওয়ার্নের ম্যাজিক সম্পর্কে জানতে না পারে তাই যথা সম্ভব তাকে লুকিয়ে রাখতেন ( ট্যুর ম্যাচে কম বল করানো) ।
একটি ট্যুর ম্যাচে ইংল্যান্ডের গ্ৰেম হিক যিনি ভীষণ ভালো স্পিন খেলতেন তার বিরুদ্ধে ওয়ার্ন বল করলে হিক খুব সহজেই তাকে খেলেছিলেন এবং স্টেপ আউট করে বাউন্ডারি এমনকি ওভার বাউন্ডারি হাঁকছেন দেখে হতাশ ওয়ার্ন মরিয়ে হয়ে ওঠে তাকে আউট করতে সেই সেটা বুঝে যেতেই সঙ্গে সঙ্গে অধিনায়ক বর্ডার ওয়ার্নেকে বলেন ” তুমি কোনো ভাবেই নিজের ট্রিক দেখাবে না । শুধু নিজের ছন্দটা ঠিক করে নাও গ্রেমি যত খুশি মারুক কোনো ব্যাপার না ও তোমায় একদম সাদা মাটা বোলার ভাবুক যাতে টেস্টে তোমায় হালকা ভাবে নেয়”।অনভিজ্ঞ ওয়ার্ন রাগ চেপে অধিনায়কের কথা মত নিজের ছন্দে মন দেন। সিরিজের শেষে ওয়ার্ন বুঝতে পারেন বর্ডার কেন সেদিন তাকে এই কথা গুলো বলেছিলেন। সিরিজে ওয়ার্ন ৩৪ উইকেট পেলেও গ্রেম হিককে একবারও আউট করতে পারেন নি।
প্রথম টেস্টের ইংল্যান্ডের প্রথম ইনিংসে স্পিন বোলিং খেলায় পারদর্শী অভিজ্ঞ মাইক গ্যাটিংকে তার প্রথম ওভারেই ম্যাজিক বলে” শতাব্দীর সেরা” বোল্ড করেন।

অধিনায়ক বর্ডার মাঠে কিছুই বুঝতে পারেন নি তিনি গ্যাটিংয়ের দ্রুত প্যাভিলিয়নে ফেরত যাওয়ায় আনন্দিত হয়েছিলেন এবং গ্যাটিংয়ের আউটের পর টিম হার্ডেলে ওয়ার্নে তাকে বলেন ” এবি বলটা কিন্তু স্পেশাল ডেলিভারি ছিল”। পরে যখন টিভিতে বর্ডার বলটার রিপ্লে দেখেন তার অজান্তেই বিস্ময়ে তার মুখ থেকে ” ওয়াও” শব্দ বেরিয়ে এসেছিলো এবং তিনি বার বার ম্যাজিক বলের রিপ্লে দেখেছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০১টি উইকেটের( টেস্টে ৭০৮ এবং ওয়ানডে তে ২৯৩ উইকেট) মালিক স্পিনের জাদুকর শ্যেন ওয়ার্নের আজ ৫১ তম জন্মদিন।
Helo
LikeLike
Nice
LikeLike