
আসন্ন আইপিএলে প্রথম আমেরিকার ক্রিকেটার হিসেবে আবির্ভাব হতে চলেছে পাকিস্তানি বংশোদ্ভুত ডান হাতি পেসার বোলার ২৯ বছর বয়সি আলি খানের।

কলকাতা নাইট রাইডার্স দলের ক্রিকেটার ইংল্যান্ডের বাঁহাতি পেসার হ্যারি গার্ণী চোটের কারণে আইপিএল আসন্ন আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর গত সদ্য সমাপ্ত টি-২০ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্স দলের ক্রিকেটার আলি খানকে গার্নির পরিবর্ত হিসাবে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। গতরশুম থেকেই কেকেআর দলের নজর ছিল আলির ওপর।
পাকিস্তানে জন্মগ্রহণ করলেও আলি খান ১৮ বছর বয়সে বাবা মার সাথে আমেরিকাতে পাকাপাকি ভাবে বসবাস করতে শুরু করেন এবং ২০১৬ টে আমিরিকার নাগরিকত্ব পাওয়ার পর আমেরিকার হয়ে ২০১৬ সালে আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন – ফোর প্রতিযোগিতায় খেলেন ।
আলী বাংলা দেশ এবং পাকিস্তান টি -২০ প্রিমিয়ার লিগ খেলেছেন। ২০১৮ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তার অভিষেক হয় ট্রিনিবাগো নাইট রাইডার্স টিমের হয়ে এবং প্রথম ম্যাচের প্রথম ওভারে শ্রীলঙ্কার সাঙ্গাকারার উইকেট পান। গত সি.পি.লে ৮টি ম্যাচে তার ৮ টি উইকেট আছে।
আইপিএলে ‘ গোল্ডেন ডাক ‘
টি -২০ ইতিহাসে এই প্রথম একটি ম্যাচের দুই ইনিংসেই শূন্য করে প্রথম “গোল্ডেন ডাক” (টেস্ট ক্রিকেটে কোনো ব্যাটসম্যান দুই ইনিংসে শূন্য রানে আউট হলে গোল্ডেন ডাক বলা হয়) করলেন পাঞ্জাব কিংস ইলেভেন এর বাঁহাতি ব্যাটসম্যান ওয়েস্টিন্ডিজজাত নিকোলাস পুরান। গতকাল আইপিএলের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ইলেভেন। উত্তেজনা পূর্ণ ম্যাচে সুপার ওভারে দিল্লি…
লিডিং ফ্রম দ্যা ফ্রন্ট
আবারও অসাধ্য সাধন করে দেখালেন সৌরভ গাঙ্গুলি আসলে কঠিন চ্যালেঞ্জের মুখে বরাবরই তার সেরাটা বেরিয়ে আসে এটা নতুন কিছুই নয়। ২০ শে জুন ১৯৯৬ সালে ২৪ বছরের ছিপছিপে বাঙালি যুবক সৌরভের ইংল্যান্ডের লর্ডসের মাঠে টেস্ট যাত্রার শুরুর আগে কেউ ভাবতেই পারেন নি তিনি শুরুতেই অনবদ্য সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে তাক লাগানো অভিষেক থেকেই তিনি কঠিন…
মুম্বাই চেন্নাই মুখোমুখি রেকর্ড
আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এবং ধনী টি – ২০ ক্রিকেট প্রতিযোগিতা আইপিএল। আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল গতবারের চ্যাম্পিয়ন টিম মুম্বাই ইন্ডিয়ানস এবং রানার্স টিম চেন্নাই সুপার কিং।২০১৯ সালে আইপিএল ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র এক রানে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাইকে পরাস্ত করে আইপিএল জয় করে।এখনো…